রাত প্রায় ৯টা ৪০ মিনিটের দিকে কানকারা জেলার সরকারি মাধ্যমিক বিজ্ঞান স্কুলে বন্দুকধারীরা হামলা চালায়। এরপর ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে পাল্টা গুলিবর্ষণ করে। এতে কিছু শিক্ষার্থী সুরক্ষার জন্য দৌঁড়ে পালানোর সুযোগ পাই।
এ ঘটনার পর বিদ্যালয়টির প্রায় ৪০০ শিক্ষার্থী নিখোঁজ রয়েছে বলে স্থানীয় দুই ব্যক্তি ও পুলিশ বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে।
পুলিশের মুখপাত্র গাম্বো ইসাহ এক বিবৃতিতে বলেন, ক্যানকারা এলাকায় অবস্থিত গভর্নমেন্ট সায়েন্স সেকেন্ডারি স্কুল নামের বিদ্যালয়টিতে শুক্রবার রাত ১০টার দিকে কিছু বন্দুকধারী অতর্কিতে ঢুকে গুলি চালায়। এ সময় ঘটনাস্থলে থাকা পুলিশ পাল্টা গুলি ছোড়ে। এ সময় শিক্ষার্থীরা নিরাপদ স্থানে যেতে ছোটাছুটি শুরু করে।
নাইজেরিয়ার প্রেসিডেন্ট মুহাম্মাদ বুহারির নিজ এলাকা ক্যাটসিনা । দুর্বৃত্তরা স্থানীয় লোকজনের ওপর নিয়মিতভাবে সশস্ত্র হামলা ও মুক্তিপণের দাবিতে তাদের জিম্মি করে থাকে। এর আগে, গত মাসে উত্তরপূর্বাঞ্চলীয় বোর্নো রাজ্যে জঙ্গিরা একটি কৃষি খামারে হামলা চালিয়ে কয়েক’শ কৃষককে হত্যা করে। তাঁদের কাউকে কাউকে শিরশ্ছেদ করা হয়।