চট্টগ্রামের চন্দনাইশে যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটর সাইকেল আরোহী বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। রোববার বেলা সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ উপজেলার পাঠানিপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে দোহাজারী হাইওয়ে পুলিশের ওসি ইয়াসির আরাফাত জানিয়েছেন।
নিহতরা হলেন সাইফুল ইসলাম (৪৫) ও তার ১০ বছর বয়সী ছেলে জাবেদুল আলম।
লোহাগাড়া উপজেলার পূর্ব হাজী পাড়া এলাকায় তাদের বাড়ি।
পুলিশ কর্মকর্তা ইয়াসির আরাফাত বলেন, “চট্টগ্রাম থেকে লোহাগাড়ামুখী মোটর সাইকেলটি একটি পিকআপকে ওভারটেক করতে গেলে বিপরীত দিক থেকে আসা হানিফ পরিবহনের যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। দুইজন ঘটনাস্থলেই মারা যায়।” বাসটি আটক করা হয়েছে বলে জানান তিনি।