1. xsongbad@gmail.com : Harry Deb Nath : Harry Deb Nath
  2. tauhidcrt8@gmail.com : tauhidcrt8 :
মহিষের আঘাতে মর্মান্তিক মৃত্যু - Songbadjogot.com
সোমবার, ২৭ মার্চ ২০২৩, ১০:৩২ অপরাহ্ন
বিজ্ঞপ্তি:
  • Welcome To Our Website...* এন জি ও ‘আরবান সমিতি’ –মাইক্রো ক্রেডিট ফাইনান্সে জরুরী ভিত্তিতে কিছু সংখ্যক মহিলা/পুরুষ মাঠ কর্মী নিয়োগ দেয়া হবে। বয়স ২৫ উর্ধ্ব হতে হবে। আগ্রহী প্রার্থীদেরকে সরাসরি নিম্নোক্ত নাম্বারে যোগাযোগ করুনঃ ০১৩০১০৪১২৮৮  আমাদের অনলাইন নিউজ পোর্টালে বিজ্ঞাপন দিতে চাইলে এই নাম্বারে যোগাযোগ করুনঃ ০১৮১৫-৫৮৭৪১০

মহিষের আঘাতে মর্মান্তিক মৃত্যু

সাইফুদ্দিন নিপু
  • আপডেটের সময় : সোমবার, ১৪ ডিসেম্বর, ২০২০
  • ৪৬১ বার ভিউ

সন্ধ্যা সাতটার দিকে। চট্টগ্রাম বোয়ালখালি ফুলতলি বাজারে এক পাগলা মহিষ কয়েকজনকে শিং দিয়ে আঘাত করে। এতে ইসমাইল নামে এক ঘটক তৎক্ষণাৎ মারা যান। বাকিরা আহত হন। এদের মধ্যে একজন মহিলা গুরতর আহত হয়ে হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন।

এখন শীতকাল। বাজারে গেলেন ইসমাইল মিয়া, বয়স পঞ্চাশের কাছাকাছি। দোকান থেকে পান কিনলেন। যেইমাত্র পান মুখে দিয়ে বাড়ির পথে পা বাড়ালেন, অমনি পিছন হতে এক মহিষ এসে শিং দিয়ে তাকে মাথায় তুলে ফেললো। খানিকটা এগিয়ে গিয়ে তাকে ছুড়ে মারে। ঐ অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

প্রাণঘাতী মহিষ এর আগে বাজারের তিন-চারজনকে আক্রমণ করে যাদের মধ্যে একজন মহিলা। মহিষটির শিংয়ের আঘাতে ওই মহিলার পেটের নাড়ি-ভুড়ি বের হয়ে আসে। স্থানীয় লোকজন তাকে হাসপাতালে প্রেরণ করলে ডাক্তার তাঁর অবস্থা আশংকাজনক বলে জানান। বাকিদের অবস্থাও গুরতর।

পরে আইনশৃঙ্খলা বাহিনী, বনবিভাগ ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে মহিষটিকে ধাওয়া করে এবং এক রাউন্ড ফাঁকা গুলি করে। একপর্যায়ে সে সড়ক হতে কর্ণফুলির নদীতে লাফ দিলে তাকে আর খুঁজে পাওয়া যায় না।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর