নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদীতে বরযাত্রীবাহী একটি ট্রলার ডুবে গেছে। ওই ঘটনায় এখন পর্যন্ত নববধূ ও শিশুসহ সাতজনের লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন ৫০জন।
মঙ্গলবার বিকাল ৩টার দিকে ওই দুর্ঘটনা ঘটে। নিহত নববধূর নাম তাসলিমা আক্তার। বাকিদের পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি।
বিষয়টি নিশ্চিত করে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল খায়ের জানান, নিহতদের মধ্যে তিনজন শিশু ও চারজন নারী রয়েছেন। উদ্ধার অভিযান এখনো চলছে। কোস্টগার্ড ও নৌবাহিনীর সদস্যরা উদ্ধার কাজ করছেন।