ফেনীর ফুলগাজীতে শহিদ মিনারে ফুল দেয়াকে কেন্দ্র করে ছাত্রলীগ ও ছাত্রদলের মধ্যে হাতাহাতি সহ ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। সকালে শহিদ মিনারে ফুল দিয়ে মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানায় ছাত্রলীগ সদস্যরা। একপর্যায়ে ছাত্রদল নেতাকর্মীরা ফুল দিতে যাওয়ার সময় দু’পক্ষের মধ্যে মারপিটের ঘটনা ঘটে। এসময় ঘটনার ছবি তুলতে গেলে স্থানীয় সাংবাদিক জহিরুল ইসলাম রাজুকে হেনস্থা করে ছাত্রলীগ সদস্যরা। ঘটনায় ৩ জন আহত হয়। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।