চাঁদ থেকে ‘মাটি’ ও পাথরের সংগ্রহ নিয়ে পৃথিবীতে ফিরে এসেছে চীনা চন্দ্রযান চ্যাং’ই-৫।
স্থানীয় সময় বৃহস্পতিবার রাত দেড়টার দিকে দেশটির উত্তরাঞ্চলীয় অন্তঃমঙ্গোলিয়া অঞ্চলে চন্দ্রযানটি অবতরণ করে বলে জানিয়েছে বিবিসি।
যুক্তরাষ্ট্র ও সাবেক সোভিয়েত ইউনিয়নের চাঁদের নমুনা সংগ্রহ করে দেশে ফেরার ৪০ বছরেরও বেশি সময় পর এবার নমুনা নিয়ে ফিরল চীন।
ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের ম্যাকডোনেল সেন্টার ফর স্পেস সায়েন্সের ডিরেক্টর ব্র্যাড জলিফ সংবাদসংস্থা এপি-কে বলেছেন, ”চাঁদের থেকে আনা এই মাটি ও পাথর হলো অমূল্য সম্পদ। এই কঠিন মিশন সফল করার জন্য আমি চীনের বিজ্ঞানীদের কুর্নিশ জানাচ্ছি। এই মাটি ও পাথর বিশ্লেষণ করে অনেক তথ্য পাওয়া যাবে। আমার আশা বিশ্বের বৈজ্ঞানিকরা বিশ্লেষণের কাজ করতে পারবেন।”
এদিকে, সরকারি সংবাদপত্র গ্লোবাল টাইমস জানাচ্ছে, চন্দ্রাভিযান সফল হওয়ার জন্য প্রেসিডেন্ট শি জিনপিং সকলকে ধন্যবাদ দিয়েছেন।