বেশি দামে তেল কেনার কারণে মানুষের ভোগান্তি বাড়লেও কর ছাড়ের পরিবর্তে উল্টো কর আদায়ের পরিমাণ বেড়েছে জাতীয় রাজস্ব বোর্ডের। তেলের দামের সঙ্গে একই হারে বেড়েছে এনবিআরের ভ্যাট ও অগ্রিম কর আদায়।
এক বছর আগে প্রতি লিটার অপরিশোধিত সয়াবিন আমদানিতে ব্যয় ছিল ৬৬.১১ টাকা। এতে সরকারকে কর বাবদ সাড়ে ১২ টাকা পরিশোধ করতেন তারা। বর্তমানে প্রতি লিটার তেল আমদানিতে ৭৮.৬৮ টাকা খরচের পর সরকারকে দিতে হয় ১৫.১৬ টাকা, দেশে ভোজ্যতেল সরবরাহকারীরা বলছেন।
অর্থাৎ প্রতি লিটার তেল আমদানিতে এক বছর আগের তুলনায় বর্তমানে সরকারকে প্রায় ৩ টাকা অতিরিক্ত কর দিতে হচ্ছে। এর রেশ টানতে হচ্ছে ভোক্তাদের। বিশ্ব বাজারে দামবৃদ্ধির কারণে ভোক্তা পর্যায়ে গত এক বছরে প্রায় ২০ শতাংশ বেড়েছে ভোজ্যতেলের দাম।
বাংলাদেশে সাধারণত ৮ লাখ মে টন অপরিশোধিত সয়াবিন ও ১২ লাখ টন পরিশোধিত/অপরিশোধিত পাম তেল আমদানি করা হয়। অপরিশোধিত সয়াবিন তেলের ৩০ শতাংশ বোতলজাত এবং ৭০ শতাংশ খোলা আকারে বাজারজাত করা হয়। পামতেলের ১০ শতাংশ প্যাকেটজাত এবং ৯০ শতাংশ খোলা আকারে বাজারজাত করা হয়। বাংলাদেশে প্রতিবছর ভোজ্যতেলের চাহিদা রয়েছে প্রায় ২০ লাখ টন।