বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের ফাইনালে তাই শেষ হাসি খুলনার মাহমুদউল্লাহ-মাশরাফিদের । মাহমুদউল্লাহর ৪৮ বলে ৭০ রানের ইনিংসে ভর করে ১৫৫ রান করা জেমকন খুলনা গাজী গ্রুপ চট্টগ্রামকে আটকে দিয়েছে ১৫০ রানে।
শুক্রবার (১৮ ডিসেম্বর) টুর্নামেন্টের শিরোপা নির্ধারণী ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৭ উইকেটে ১৫৫ রান করে জেমকন খুলনা। পাঁচ নম্বরে ব্যাট হাতে নেমে ৪৮ বলে অপরাজিত ৭০ রানের দারুণ এক ইনিংস খেলেন অধিনায়ক মাহমুদউল্লাহ। জবাবে ২০ ওভারে ৬ উইকেটে ১৫০ রানে থেমে যায় গাজী গ্রুপ চট্টগ্রামের ইনিংস।