অবিকল মানুষের আদলে মুখোশ তৈরি করছেন এক জাপানি। হাইপার-রিয়েলিস্টিক মুখোশের মালিক শুহেই ওকাওয়ারা। দোকানের মালিক ওকাওয়ারার হাতে নিজের চেহারার আদলে তৈরি মুখোশ দেখে মনে হয় যেন মুখটাই কেটে মুখোশ বানানো। আসলে এটা থ্রিডি প্রযুক্তিতে প্রিন্ট করা ওকাওয়ারার মুখ। প্রতিটি মুখোশের দাম ৯৮ হাজার ইয়েন বা ৯৫০ ডলার।
ওকাওয়ারা অবশ্য একটা পরিকল্পনা থেকেই এই মাস্ক তৈরি করার কথা ভেবেছেন। তিনি বলেন, আমার দোকানে সাধারণ মাস্কের ক্রেতা আসে না। যারা মাস্ক কিনতে আসেন, তারা শিল্পমানসম্পন্ন অসাধারণ কিছু পেতে চান। তাই তাদের জন্যই আমার এই প্রচেষ্টা।
আগামী বছরে প্রথম দিকে এই মাস্ক বাজারে আসবে। এর দাম ধরা হয়েছে ৯৮ হাজার ইয়েন অর্থাৎ সাড়ে নয়শো ডলার।