সামাজিক ব্যাধি যৌতুকের সংস্কৃতি দূর করার চিন্তা থেকে ব্যক্তিগত উদ্দ্যোগে ঢাকা প্রেস ক্লাবের সামনে যৌতুকবিরোধী প্রতিবাদ কর্মসূচি করেন মোখলেছুর। তবে তিনি একা নন, সাথে আছে স্ত্রী তাহমিনা আক্তার ও তাঁদের সোয়া তিন বছরের শিশু হৃদিতা মেহেরুন৷
মোখলেছুর বলেন, ‘আমি ও তাহমিনা যৌতুকহীন বিয়ে করেছি৷ সমাজ ও দেশ থেকে আমরা যৌতুকের সংস্কৃতি দূর করতে চাই৷’
যৌতুকের ভয়াল থাবা থেকে সমাজের নিম্নবিত্ত থেকে উচ্চবিত্ত কেউই রেহাই পাচ্ছে না উল্লেখ করে তিনি সংবাদ জগতকে জানান, “দরিদ্র-হতদরিদ্র পরিবারের জন্য যৌতুক একটি অভিশাপ৷ যৌতুকের কারণে অনেক বিয়ে ভেঙে যাচ্ছে৷ যৌতুকের অর্থ বা জিনিসপত্র জোগাড় করতে অনেক মা-বাবা হিমশিম খাচ্ছেন। অনেক পরিবার একেবারে নিঃস্ব হয়ে যাচ্ছে৷ তাই যৌতুকপ্রথা বন্ধ হওয়া দরকার।“
দেশ ও সমাজের কল্যাণে যৌতুকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সবার প্রতি আহ্বান মোখলেছুর।